ছোটবেলায় ‘নতুনকুঁড়ি’তে তিনি নাচে এবং অভিনয়ে পুরস্কৃত হয়েছিলেন। অভিনয়ের দুনিয়ায় পথ চলতে চলতে তিনি অভিনয় জীবনের ‘রজত জয়ন্তী’তে (২৫ বছরে) পদার্পণ করেছেন। সমানতালে করে যাচ্ছেন নাচ ও অভিনয়। অভিনয়ে দীপ্ত টেলিভিশনে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এই অভিনেত্রী।